আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ছাড়াল ২০০

আমার দেশ অনলাইন

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ছাড়াল ২০০
ছবি: সংগৃহীত

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়, তবে এখন তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। বিক্ষোভ দমনে বিভিন্ন স্থানে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তেহরানের একজন চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন, রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালে কমপক্ষে ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এদেরমধ্যে বেশিরভাগই মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে।

হতাহতের এই সংখ্যার বিষয়ে অবশ্য ইরানের সরকার এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার রাত থেকে প্রায় সম্পূর্ণভাবে দেশটিতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ করে দেয়া হয়। ওই চিকিৎসক দাবি করেন, শুক্রবার হাসপাতাল থেকে লাশ সরিয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ। তার ভাষ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই তরুণ।

বিজ্ঞাপন

শুক্রবার ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ শুক্রবার জানায়, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।

একই দিনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সদস্য নিহত হয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...