আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেতানিয়াহুর নির্দেশ কি অমান্য করলেন সেনাপ্রধান?

আমার দেশ অনলাইন

নেতানিয়াহুর নির্দেশ কি অমান্য করলেন সেনাপ্রধান?

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নির্দেশনার পরেও দেশটির সেনাপ্রধান আইয়াল জামির ৯ নভেম্বর অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে অংশগ্রহণ করেননি। পরে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তার অনুপস্থিতির জন্য একটি ভুল ব্যাখ্যা প্রদান করে। যা পরে তদন্তের জন্য উন্মুক্ত হয়।

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন (কান) জানিয়েছে, বৈঠকটি তুরস্কের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়েছিল। বৈঠকে রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি চিফ অব স্টাফ জামিরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

জামিরের অফিস দাবি করেছে যে, তিনি একটি "ব্যক্তিগত অনুষ্ঠান"-এর কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু নেতানিয়াহুর কার্যালয় তাকে বৈঠকে উপস্থিত থাকার জন্য জোর দেয়। এরপরেও জামির অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন।

প্রথমে আইডিএফ-এর মুখপাত্র জানিয়েছিলেন যে জামিরের অনুপস্থিতি ‘পারিবারিক কারণে পূর্বনির্ধারিত ছিল’। তবে, পরবর্তীতে ইসরাইলি মিডিয়া প্রকাশ করেছে যে জামির আসলে আইডিএফ ম্যানপাওয়ার ডিরেক্টোরেটের প্রধান মেজর জেনারেল ইয়ানিভ "ডাডো" বার-হলিভার কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন, যেখানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও ছিলেন।

এই অমিল প্রশ্ন তুলেছে কেন চিফ অব স্টাফ প্রধানমন্ত্রী নেটানিয়াহুর নির্দেশ মেনে বৈঠকে যোগ দেননি এবং কেন আইডিএফ মুখপাত্র একটি ভুল ব্যাখ্যা দিয়েছিলেন। পরে মুখপাত্র এই ভুল বিবৃতিটিকে "অবৈধ ত্রুটি" বলে উল্লেখ করেছেন, যা দুটি বিয়ের আমন্ত্রণের মধ্যে বিভ্রান্তির কারণে ঘটেছিল।

আইডিএফ পরে একটি স্পষ্টীকরণে জানিয়েছে যে, জামিরের অনুপস্থিতি "আগেই জানানো এবং সমন্বয় করা হয়েছিল"।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন