সামরিক সংযোগ স্থাপনে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৪: ৫৯
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সামরিক সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

হেগসেথ বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলোচনায় দুই দেশ সামরিক-সামরিক যোগাযোগ শুরু করার বিষয়ে একমত হয়েছে; যা সংঘাত নিরসন এবং উত্তেজনা প্রশমনে সাহায্য করবে। এ নিয়ে শিগগিরই দুই দেশের মধ্যে বৈঠক হবে।

বিজ্ঞাপন

তার মতে, শান্তি, স্থিতিশীলতা এবং সুসম্পর্ক হলই দুই দেশের জন্য ‘সর্বোত্তম উপায়’।

দক্ষিণ কোরিয়ায় চীনের নেতা সি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর, মালয়েশিয়ায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সাথে বৈঠক করেন।

হেগসেথ বলেন, ‘আমি এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছি এবং আমরা একমত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক কখনো এত ভালো ছিল না।’

তিনি বলেন, ডং ও তিনি ‘সম্মত হয়েছেন যে, যেকোনো উদ্ভূত সমস্যার ক্ষেত্রে সংঘাত প্রতিরোধ ও উত্তেজনা কমাতে সামরিক-সামরিক যোগাযোগ চ্যানেল গড়ে তোলা উচিত।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত