২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বিজয়ী দল পাবে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার অর্থ। ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। নতুন এই অঙ্ক আগের দুটি বিশ্বকাপের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। খবর আল-জাজিরার।
এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বিজয়ী দলের পুরস্কার ছিল ৩৮ মিলিয়ন ডলার। অর্থাৎ, ২০২৬ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়নদের পুরস্কার অর্থ কার্যত দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে।
ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল হবে ৬৫৫ মিলিয়ন ডলার। এটি কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
২০২৬ বিশ্বকাপে রানার-আপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে পাবে ২৯ মিলিয়ন এবং ২৭ মিলিয়ন ডলার। সর্বনিম্ন পুরস্কার অর্থ নির্ধারণ করা হয়েছে ৯ মিলিয়ন ডলার। পাশাপাশি অংশগ্রহণকারী ৪৮টি দেশের প্রত্যেকটি দল প্রস্তুতি খরচ হিসেবে পাবে অতিরিক্ত ১.৫ মিলিয়ন ডলার।
এছাড়া বিশ্বকাপ আয়ের একটি বড় অংশ বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেন, “২০২৬ বিশ্বকাপ বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিক দিক থেকে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে উঠবে।”
দোহায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে বিশ্বকাপের প্রতিটি ধাপের জন্য এই পুরস্কার কাঠামো চূড়ান্ত ও অনুমোদন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

