গাদ্দাফির অর্থে প্রচারাভিযান, সাবেক ফরাসি প্রেসিডেন্টের কারাদণ্ড

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০৩
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১৮

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে তার কাছ থেকে অবৈধভাবে তহবিল সংগ্রহ করে ২০০৭ সালের নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সারকোজি গাদ্দাফির সরকারের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রেখে প্রচারণার অর্থ সংগ্রহের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে আদালত রায়ে জানায়। যদিও সরাসরি চুক্তি বা লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি, তবে অর্থপ্রবাহের ধরন এবং সময়কাল সন্দেহজনকভাবে মিল থাকায় তাকে অপরাধমূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৭০ বছর বয়সী সারকোজি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে আপিল চলাকালীনও তাকে কারাগারে থাকতে হবে।

এই মামলায় সারকোজির দুই ঘনিষ্ঠ সহযোগী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গুয়েন্ট ও ব্রাইস হোর্তেফিউক্সও দোষী সাব্যস্ত হয়েছেন।

এর আগে দুর্নীতি ও অবৈধ তহবিল ব্যবহারের অভিযোগে সারকোজির বিরুদ্ধে আরও দুটি রায় হয়েছিল। এই সাজা সেই ধারাবাহিকতায় তার ওপর আইনি চাপ আরও বাড়িয়ে দিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত