মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’র নাম ‘শান্তি’ না হয়ে বরং ‘টুকরো’ হওয়া উচিৎ ছিল। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) একটি প্যানেলে ব্ল্যাকরক-এর সিইও ল্যারি ফিঙ্কের সঙ্গে যোগ দিয়ে ‘শান্তি বোর্ড’ নিয়ে ট্রাম্পকে খোঁচা দেন তিনি। খবর এনডিটিভির।
ইলন মাস্ক বলেন, ‘আমি শান্তি বোর্ড গঠনের কথা যখন শুনলাম, আমার মনে হয়েছিল এটি কি শান্তি নাকি গ্রিনল্যান্ডের একটি ছোট টুকরো বা ভেনেজুয়েলার একটি ছোট টুকরো।’
তার এ কথায় হেসে দেন দর্শকরা। এসময় মাস্ক আরো বলেন, ‘আমি যা চাই তাহলো শান্তি।’
ইলন মাস্ক ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। যদিও তাদের সম্পর্কে মাঝে খানিকটা চির ধরেছিল। পরবর্তীতে আবার যখন সম্পর্ক জোড়া লাগছে, তখন এমন মন্তব্য করলেন এই ধনকুবের।
এরআগে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মলনকে ‘বিরক্তিকর’ হিসেবে অভিহিত করেন তিনি।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক সপ্তাহে যুক্তরাজ্যে ৯০০ অভিবাসী