ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্রাজিলে সফরের সময় আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। সাও পাওলোতে তার পূর্ব পরিকল্পিত উপস্থিতি উপলক্ষে ব্রাজিল-প্যালেস্টাইন ইনস্টিটিউট (আইবিআরএসপিএএল) ফেডারেল বিচার বিভাগের কাছে তার গ্রেপ্তারের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জমা দিয়েছে। বেনেট সাও পাওলোর হেব্রেইকা ক্লাবে ব্রাজিল-ইহুদি কমিউনিটির এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
আইবিআরএসপিএএল -এর অনুরোধে বেনেটের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং বিশেষ করে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপন করা হয়েছে। ইনস্টিটিউটের সভাপতি আহমেদ শাহাদা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বেনেটের ব্রাজিলীয় ভূখণ্ডে প্রবেশ একটি ‘আইনি সুযোগ’ তৈরি করেছে। এর ফরে গুরুতর আন্তর্জাতিক অপরাধের সন্দেহ প্রমাণিত হলে, বেনেটের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপে কার্যকর করার অনুমতি সুযোগ সৃষ্টি হবে।
শাহাদা আরো বলেছেন, ব্রাজিলের নিজস্ব আইন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির ফলে ফেডারেল বিচার বিভাগ এ ধরনের মামলায় তদন্ত শুরু করতে সক্ষম। জেনেভা কনভেনশন ও রোম সংবিধি জাতীয় আইনে অন্তর্ভুক্ত থাকায়, গুরুতর অপরাধের অভিযোগে যে কেউ ব্রাজিলে প্রবেশ করলে তার বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

