মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের অংশ হিসেবে জর্ডানের বিমান বাহিনী চলতি সপ্তাহান্তে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। রোববার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
জর্ডান সেনাবাহিনী জানায়, শনিবার পরিচালিত এসব হামলা আন্তর্জাতিক জোটের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সক্ষমতা দুর্বল করা এবং তাদের পুনর্গঠন প্রচেষ্টা ঠেকানো।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী অভিযানে জর্ডান তার সহযোগিতা অব্যাহত রাখবে।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

