জানালেন চীনা উপদেষ্টা

যেভাবে আগামী বছর নোবেল পেতে পারেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৭: ৩৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের সঙ্গে একত্রে কাজ করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন বলে মনে করেছেন চীনের একজন বিশিষ্ট নীতি-নির্ধারণী উপদেষ্টা হেনরি হুয়াও ওয়াং।। ইস্তাম্বুলে আয়োজিত নবম টিআরটি ওয়ার্ল্ড ফোরামের এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

হেনরি হুয়াও ওয়াং চীনের নীতি-নির্ধারণী উপদেষ্টা, পাশাপাশি সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন (সিসিজি) এর প্রতিষ্ঠাতা। তিনি তার সাক্ষাৎকারে জাতিসংঘে একটি প্রস্তাব উপস্থাপন করেন। যেখানে ইউক্রেনে একটি যৌথ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে। আর এই শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখবে পশ্চিমা দেশগুলির পাশাপাশি তুরস্ক, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান শক্তিগুলি।

ওয়াং বলেন, ‘জাতিসংঘের পি-৫ সদস্যদের মধ্যে বৃহত্তম শান্তিরক্ষী সৈন্য প্রেরণকারী হিসেবে চীন এবং ভারত উভয়ই সাহায্য করতে পারে। এর সঙ্গে অন্যান্য ব্রিকস দেশগুলিও তাই করতে পারে।

এসময় তিনি তুরস্কের মধ্যস্থতার পরামর্শ দেন। তিনি বলেন, তুরস্ক ইতোমধ্যে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার আয়োজন করেছিল এবং ল্যান্ডমার্ক ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে সহায়তা করেছিল। তারা আবারো একটি বৃহত্তর বহুজাতিক শান্তিরক্ষা মিশনের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই বিষয়ে একসাথে কাজ করে, তাহলে ট্রাম্প আগামী বছর নোবেল শান্তি পুরষ্কারও জিততে পারেন।’

ওয়াং বলেছেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে সম্প্রতি বুসান শীর্ষ সম্মেলনে যে সংলাপ হয়েছে সেখানে ইউক্রেন সংঘাত নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, এখন পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত সংলাপকে একটি যৌথ শান্তি উদ্যোগে রূপান্তরিত করা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত