অনুমতি ছাড়া অনলাইনে নারীর ছবি পোস্ট, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২২: ১৬

বর্তমানে অনলাইনে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করার ঘটনা খুব স্বাভাবিক। তবে বিশ্বের অনেক উন্নত দেশেই এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ঘটেছে এমনই এক ঘটনা।

এক নারীর অনুমতি ছাড়াই তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এক ব্যক্তিকে ২০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ লাখ টাকারও বেশি। নারীদের সম্মান ও গোপনীয়তা সুরক্ষায় আবুধাবির আদালত বলেছে, এই কাজ শুধু গোপনীয়তা লঙ্ঘন নয়, এটি ভুক্তভোগীর মানসিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার শামিল।

বিজ্ঞাপন

রোববার সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সিভিল ট্রানজ্যাকশনস আইনের ২৮২ ধারায় বলা হয়েছে—কেউ যদি অন্যের ক্ষতি করে, সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তা করুক, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আদালত এই ধারাকে ভিত্তি করেই অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার দিরহাম ক্ষতিপূরণের রায় প্রদান করে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ লাখ টাকার বেশি।

আবুধাবির ফ্যামিলি, সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লেমস কোর্ট ওই নারীর অনুমতি ছাড়া তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করেছে। এ ঘটনা নারীটির মানসিক কষ্ট ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার কারণে ভুক্তভোগী নারী আদালতে ক্ষতিপূরণের জন্য মামলা করেন।

আদালতের নথি অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের অভিযোগের রায় দেওয়া হয়েছে। এর আগে আবুধাবি ক্রিমিনাল কোর্টও একই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। পরবর্তী আপিল আদালতও রায় বহাল রাখে এবং অভিযুক্ত আর কোনো আপিল না করায় রায় চূড়ান্ত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত