আমার দেশ অনলাইন
ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন রাগাসা। ঝড়ের প্রভাবে এরইমধ্যে দেশটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন অঞ্চলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকিারি অফিস। খবর বিবিসির।
ফিলিপাইনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি দক্ষিণ চীনের দিক থেকে ধেয়ে আসবে। উত্তর-পশ্চিমে অগ্রসর হওয়ার সাথে সাথে ঝড়টি আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর মঙ্গলবার বিকেলের দিকে কম জনবহুল বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাইফুনের প্রভাবে এখানে দেখা দিতে পারে ভূমিধস।
রাজধানী ম্যানিলাসহ দেশটির ২৯টি প্রদেশে স্কুল এবং সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। টাইফুনের প্রভাবে ব্যাপক বন্যা ও ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ও বিপদজনক অঞ্চল থেকে স্থানীয়দের দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও এক সংবাদ সম্মেলনে বলেন, লুজনের মূল দ্বীপের উত্তরাঞ্চলে মারাত্মক বন্যা এবং ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি আজ রাত থেকেই সুপার টাইফুনের প্রভাব অনুভূত হবে। সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়বে মঙ্গলবার সকাল ৮টার দিকে।
লুজনের অন্যান্য এলাকায় তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, চীনের গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ বাসিন্দাদের বিপর্যয়কর এবং বড় আকারের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। হংকং কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার আবহাওয়া দ্রুত অবনতি হতে পারে।
এছাড়া রাগাসা তাইওয়ানে আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। তবে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরএ
ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন রাগাসা। ঝড়ের প্রভাবে এরইমধ্যে দেশটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন অঞ্চলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকিারি অফিস। খবর বিবিসির।
ফিলিপাইনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টি দক্ষিণ চীনের দিক থেকে ধেয়ে আসবে। উত্তর-পশ্চিমে অগ্রসর হওয়ার সাথে সাথে ঝড়টি আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর মঙ্গলবার বিকেলের দিকে কম জনবহুল বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাইফুনের প্রভাবে এখানে দেখা দিতে পারে ভূমিধস।
রাজধানী ম্যানিলাসহ দেশটির ২৯টি প্রদেশে স্কুল এবং সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। টাইফুনের প্রভাবে ব্যাপক বন্যা ও ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ও বিপদজনক অঞ্চল থেকে স্থানীয়দের দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও এক সংবাদ সম্মেলনে বলেন, লুজনের মূল দ্বীপের উত্তরাঞ্চলে মারাত্মক বন্যা এবং ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি আজ রাত থেকেই সুপার টাইফুনের প্রভাব অনুভূত হবে। সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়বে মঙ্গলবার সকাল ৮টার দিকে।
লুজনের অন্যান্য এলাকায় তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, চীনের গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ বাসিন্দাদের বিপর্যয়কর এবং বড় আকারের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। হংকং কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার আবহাওয়া দ্রুত অবনতি হতে পারে।
এছাড়া রাগাসা তাইওয়ানে আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। তবে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরএ
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৭ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
১ ঘণ্টা আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে