আমার দেশ অনলাইন
ডেনমার্কের আকাশসীমায় ‘অজ্ঞাত’ ড্রোন দেখা যাওয়ায় দেশটির আলবর্গ বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়েছে। বাণিজ্যিক ও সামরিক বিমান চলাচলের জন্য এই বিমানবন্দরটি ব্যবহৃত হয়। খবর বিবিসির।
দেশটির দক্ষিণাঞ্চলের আরো তিনটি ছোট বিমানবন্দর এসবজের্গ, সোন্ডারবর্গ ও স্ক্রিডস্ট্রুপেও ড্রোন কার্যকলাপের খবর পাওয়া গেছে, তবে তা বন্ধ করা হয়নি।
এই সপ্তাহের শুরুতে দেশটির কোপেনহেগেন বিমানবন্দরও একই কারণে চার ঘণ্টা বন্ধ ছিল।
ডেনিশ পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটের দিকে আলবর্গ বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেগুলো টহল দেয়। ড্রোনগুলোর আলো জ্বালানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ড্রোনগুলো কে বা কারা নিয়ন্ত্রণ করছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, ‘আমরা এখনো ড্রোন উড়ানোর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারছি না। এর পিছনে কে রয়েছে সে সম্পর্কেও কিছু বলতে পারছি না।’
আলবর্গ বিমানবন্দর থেকে কমপক্ষে তিনটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
বিমানবন্দরে যাত্রী বা আশাপাশের এলাকার বাসিন্দাদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি আছে বলে মনে করছে না পুলিশ। তবে জনসাধারণকে এলাকা থেকে তাদের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
এসবজের্গ, সোন্ডারবর্গ এবং স্ক্রিডস্ট্রুপে ড্রোন দেখা যাওয়ার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তবে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানায় পুলিশ।
আরএ
ডেনমার্কের আকাশসীমায় ‘অজ্ঞাত’ ড্রোন দেখা যাওয়ায় দেশটির আলবর্গ বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়েছে। বাণিজ্যিক ও সামরিক বিমান চলাচলের জন্য এই বিমানবন্দরটি ব্যবহৃত হয়। খবর বিবিসির।
দেশটির দক্ষিণাঞ্চলের আরো তিনটি ছোট বিমানবন্দর এসবজের্গ, সোন্ডারবর্গ ও স্ক্রিডস্ট্রুপেও ড্রোন কার্যকলাপের খবর পাওয়া গেছে, তবে তা বন্ধ করা হয়নি।
এই সপ্তাহের শুরুতে দেশটির কোপেনহেগেন বিমানবন্দরও একই কারণে চার ঘণ্টা বন্ধ ছিল।
ডেনিশ পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটের দিকে আলবর্গ বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেগুলো টহল দেয়। ড্রোনগুলোর আলো জ্বালানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ড্রোনগুলো কে বা কারা নিয়ন্ত্রণ করছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, ‘আমরা এখনো ড্রোন উড়ানোর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারছি না। এর পিছনে কে রয়েছে সে সম্পর্কেও কিছু বলতে পারছি না।’
আলবর্গ বিমানবন্দর থেকে কমপক্ষে তিনটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
বিমানবন্দরে যাত্রী বা আশাপাশের এলাকার বাসিন্দাদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি আছে বলে মনে করছে না পুলিশ। তবে জনসাধারণকে এলাকা থেকে তাদের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
এসবজের্গ, সোন্ডারবর্গ এবং স্ক্রিডস্ট্রুপে ড্রোন দেখা যাওয়ার বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তবে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানায় পুলিশ।
আরএ
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে