গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে ইসরাইলি হামলার ভিডিও প্রকাশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২: ৩১
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২: ৩২

গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌযানে জলকামান ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ।

বুধবার গভীর রাতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বহরের ‘ইউলারা’ নামের নৌযানটিতে জলকামান আঘাত হানে। বৃহস্পতিবার হামলার ভিডিও প্রকাশ করে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

ভিডিওতে ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, হামলার পর ওই নৌযানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে থাকা অংশগ্রহণকারী ও অভিযাত্রীদের অবস্থা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ইসরাইলি জলকামান ফ্লোটিলার বহরে ইউলারা জাহাজে আঘাত করছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সংশ্লিষ্টরা বলছেন, ওই জাহাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ‘অংশগ্রহণকারী এবং ক্রুদের অবস্থা নিশ্চিত নয়।

ফ্লোটিলা আয়োজকরা আরো বলেন—এটি নিরস্ত্র মানবতাবাদীদের ওপর একটি বেআইনি আক্রমণ। আমরা সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তাদের অবিলম্বে নিরাপত্তা এবং মুক্তি দাবি করার জন্য আহ্বান জানাই।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত