আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের জনগণ বর্তমান সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ইরানের জনগণ বর্তমান সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে দমন–পীড়ন ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ইরানি জনগণের একটি গণতান্ত্রিক ও মানবাধিকারসম্মত ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যালবানিজ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের জনগণ একটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে এবং অস্ট্রেলিয়া তাদের পাশে রয়েছে।

অ্যালবানিজ আশা প্রকাশ করেন, ইরানি জনগণ নিজেরাই বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যেখানে মানবাধিকার নিশ্চিত থাকবে। তিনি বলেন, ‘এই সরকার নিজ দেশের মানুষের ওপর নিপীড়ন চালাচ্ছে। আমি বিশ্বাস করি, জনগণই শেষ পর্যন্ত তাদের ক্ষমতা থেকে অপসারণ করবে।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, বর্তমান ইরান সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে নাগরিকদের হত্যা করছে, যা তাদের শাসনের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করে। তার ভাষায়, ‘যে সরকার কর্তৃত্ব বজায় রাখতে নিজের জনগণকে হত্যা করে, সেই সরকারের কোনো নৈতিক বা রাজনৈতিক বৈধতা থাকতে পারে না।’

পেনি ওং আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে ইরানি নেতৃত্বকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ইরান সরকারকে অবিলম্বে জনগণের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানান।

উল্লেখ্য, ২০২২ সালের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখোমুখি। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয় এবং দেশের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করে রাস্তায় নেমেছেন।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার সতর্কবার্তা দিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন