সাহিত্যে নোবেল পেলেন লাসজলো ক্রাসনাহোরকাই

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৭: ১৫
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৮: ০০

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। সাহিত্যে অসামান্য অবদান রাখার পুরস্কার স্বরূপ তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, লাসজলো ক্রাসনাহোরকাইকে এই পুরস্কার দেওয়া হলো ‌‌‍‌তার আকর্ষণীয় এবং দূরদর্শী রচনার জন্য, যা এপোক্যালিপটিক সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনঃনিশ্চিত করে।

তিনি এখন পর্যন্ত অসংখ্য আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৫ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার এবং ২০১৩ সালে তাঁর উত্তর-আধুনিক উপন্যাস ‘সাতানটাঙ্গো’-এর জন্য ফিকশনে সেরা অনুবাদিত বইয়ের পুরস্কার পান।

এই লেখক হলেন দ্বিতীয় হাঙ্গেরীয়, যিনি নোবেল সাহিত্য পুরস্কার অর্জন করলেন । এর আগে ২০০২ সালে প্রয়াত ইমরে কেরতেজ এই সম্মান লাভ করেছিলেন।

সাহিত্যের নোবেলের জন্য মনোনীতদের নাম দীর্ঘ ৫০ বছর ধরে গোপন রাখছে সুইডিশ অ্যাকাডেমি। এ কারণে কে এ পুরস্কার জিততে পারেন সেটি আগে থেকে ধারণা করা যায় না।

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। আর সবমিলিয়ে ১২১ সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। যারমধ্যে ১৮ জন হলেন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।

নোবেলজয়ী পাবেন একটি নোবেল ও সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। .

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত