ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে দেশটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা। সেইসঙ্গে ভূমিধসের কারণে রাস্তাঘাট আটকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
রাজধানী হ্যানয়ের অনেক রাস্তা বন্যায় প্লাবিত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আট জেলেসহ ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর-মধ্য ভিয়েতনামে বুয়ালোই আঘাত হানে। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা দেখা দেয়।
ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকা। টাইফুনের কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
স্থানীয় সময় সোমবার সকাল ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি এনঘে আন প্রদেশে আঘাত হানে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১১৭ কিলোমিটার) থেকে কমে ৮৮ কিলোমিটার।
এছাড়া বুয়ালোইয়ের আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
আরএ


ভুটানের সঙ্গে প্রথম আন্তসীমান্ত রেলপথ নির্মাণ করছে ভারত