আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলা নিয়ে উদ্বিগ্ন পোপ লিও বললেন স্বাধীনতার কথা

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলা নিয়ে উদ্বিগ্ন পোপ লিও বললেন স্বাধীনতার কথা
ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর দেশটিতে উদ্ভূত পরিস্থিতি উদ্বেগভরে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন পোপ লিও। তিনি তার বক্তব্যে ভেনেজুয়েলাকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার আহ্বান জানিয়েছেন ।

রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিয়ে প্রথম আমেরিকান পোপ লিও বলেন, ভেনেজুয়েলার সংবিধানে যেমন উল্লেখ রয়েছে, তেমনভাবেই মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা জরুরি। তিনি সহিংসতা পরিহার করে ন্যায়বিচার ও শান্তির পথে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞাপন

পোপ বলেন, ‘দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি সহিংসতা কাটিয়ে উঠতে এবং ন্যায়বিচার ও শান্তির পথে যাত্রা করতে আমাদের বিলম্ব করা উচিত নয়।’ তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার জনগণের কল্যাণই সব ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকা উচিত।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে থাকা নিকোলাস মাদুরোকে ধরতে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

পোপ তার বক্তব্যে বলেন, ‘প্রিয় ভেনেজুয়েলার জনগণের মঙ্গলকে অবশ্যই অন্য সকল বিবেচনার উপরে প্রাধান্য দিতে হবে।’ তার এই আহ্বানকে ভেনেজুয়েলার চলমান সংকটে শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল সমাধানের পক্ষে একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন