ট্রাম্পের শুল্ক হার পরিবর্তনের সম্ভাবনা কম: মার্কিন বাণিজ্য উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৪: ১৭
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা জেমিসন গ্রিয়ার বলেছেন, নতুন শুল্ক হার ‘প্রায় নির্ধারিত’ এবং এ বিষয়ে আলোচনার সুযোগ খুব কম। স্থানীয় সময় রোববার সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য উপদেষ্টা জেমিসন গ্রিয়ার একথা জানান। খবর ডেইলি নিউজের।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে শুল্ক আরোপ করেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশের ওপর ১০ থেকে ৪১ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য উপদেষ্টা জেমিসন গ্রিয়ার বলেন, আগামী দিনগুলোতে শুল্ক হারে কোন পরিবর্তনের সম্ভাবনা খুব কম।

গ্রিয়ার আরো বলেন, ‘এরমধ্যে অনেকগুলো চুক্তি অনুসারে নির্ধারিত হার। এই শুল্ক হার মোটামুটি নির্ধারিত।

৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি।

কয়েকটি দেশের জন্য শুল্কের হার গত কয়েক মাসে একাধিকার পরিবর্তনও করেছেন ট্রাম্প।

যেমন চীনের ওপর কয়েক দফায় শুল্ক বাড়ানো হয়, পরে তা আবার কমানোও হয়। তাদের আলোচনা চলছে এবং আগামী ১২ই অগাস্ট পর্যন্ত যা চলবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে না।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত