আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান

বর্তমান বিশ্ব সংকটের জন্য দায়ী ক্রমবর্ধমান বিভাজন

আমার দেশ অনলাইন

বর্তমান বিশ্ব সংকটের জন্য দায়ী ক্রমবর্ধমান বিভাজন
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিদায়ী শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিভাজন সংঘাত ও সংকটকে আরো বাড়িয়ে তুলছে।

তার মতে, বিভাজনের কারণে সহিংসতা ও যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা মানুষের প্রতি বৈরিতা বেড়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান হিসেবে নিজের এক দশকের পথচলার কথা স্মরণ করে ফিলিপ্পো গ্র্যান্ডি বার্তা সংস্থা এএফপিকে বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয়ের একটি হলো বিভাজনের কারণে বিশ্ব সংঘাত সমাধান করতে সক্ষম হচ্ছে না।

ইতালীয় এই কূটনীতিক বলেন, ‘ভূ-রাজনীতির এই বিভাজন, যা এতগুলো সংকটের উত্থান ঘটিয়েছে, সম্ভবত সবচেয়ে উদ্বেগজনক বিষয়।’

তিনি আরো বলেন, ‘এই বিশ্ব শান্তি স্থাপন করতে সক্ষম হচ্ছে না এবং শান্তি স্থাপনে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে।’

সূত্র: বাসস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...