আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। সম্প্রতি উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হওয়ার প্রেক্ষিতে উপ-রাষ্ট্রদূতকে তলব করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর টোলো নিউজের।
বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানি সামরিক ঘাঁটিতে খারিজি গুল বাহাদুর গ্রুপের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। হামলায় চার পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। দৃঢ় প্রতিবাদ জানাতে, আফগান ডেপুটি হেড অব মিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।’
রাজনৈতিক বিশ্লেষক মঈন গুল সামকানি বলেন, ‘আফগানিস্তানের উচিত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিক্রিয়া জানানো, ঠিক যেমন পাকিস্তান করে।’
এখনো পর্যন্ত আফগানিস্তান রাষ্ট্রদূত তলবের কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বারবার আশ্বস্ত করা হয়েছে আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন ইমরান খান