
আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শনিবার (১৫ নভেম্বর) সংবিধানের ২৭তম সংশোধনীর অংশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন। সংশোধনী বিল ২০২৫ এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলো সেনাপ্রধানের মেয়াদ পুনর্নির্ধারণ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) পদ সৃষ্টি। প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী (সংশোধন) বিল ২০২৫, বিমান বাহিনী (সংশোধন) বিল ২০২৫ এবং নৌবাহিনী (সংশোধন) বিল ২০২৫ এখন সংবিধানের অংশ হয়ে গেছে।
সপ্তাহের শুরুতে জাতীয় পরিষদে কোনো করম বিতর্ক ছাড়াই পাস হয় বিল তিনটি। এই সংশোধনের মাধ্যমে সামরিক নেতৃত্ব কাঠামোতে ব্যাপক রদবদলের পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়াও ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের ভিত্তি তৈরি হয়েছে এই বিলে, যা ইতোমধ্যে বিরোধীদের কাছে তীব্র সমালোচিত হয়েছে।
বর্তমান আইন অনুযায়ী, পাকিস্তান আর্মি (সংশোধনী) বিল অনুযায়ী, সেনাবাহিনী প্রধান পাঁচ বছরের জন্য একইসঙ্গে চিফ অব দ্য ডিফেন্স ফোর্সেস হিসেবেও দায়িত্ব পালন করবেন। নতুন প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই ফিল্ড মার্শাল মুনিরের মেয়াদ নতুন করে গণনা শুরু হবে। এছাড়া পূর্বের সেনাবাহিনীর প্রধান শব্দটি প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং ‘চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি’ (CJCSC) শব্দটি ‘কমান্ডার অব দ্য ন্যাশনাল স্ট্রাটেজিক কমান্ড প্রতিস্থাপিত হয়েছে । নতুন বিধানে প্রধানমন্ত্রী সিডিএফের সুপারিশে সেনাবাহিনীর জেনারেলদের মধ্য থেকে তিন বছরের জন্য CJCSC নিয়োগ বা পুনর্নিয়োগ করতে পারবেন। এবং প্রয়োজনে আরো তিন বছর পর্যন্ত বাড়াতে পারবেন। সম্ভব। এসব নিয়োগ বা মেয়াদ বৃদ্ধি আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।
এছাড়া উপ-সেনাপ্রধানকে নির্দিষ্ট ক্ষমতা অর্পণের বিধানও যুক্ত হয়েছে, আর বিমান ও নৌবাহিনীর আইনে সিজেসিএসসি পদ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
পাকিস্তান এয়ার ফোর্স (সংশোধনী) বিল ২০২৫-এ ১৯৫৩ সালের আইনের ১০ডি, ১০ই ও ১০এফ ধারাগুলো বাতিল করা হয়েছে। এই ধারাগুলো বিমানবাহিনী প্রধানের সিজেসিসি হিসেবে নিয়োগ, মেয়াদ ও অবসর সংক্রান্ত বিধান ছিল। আইনের অন্যান্য অংশ থেকেও সিজেসিসি-সংক্রান্ত সব উল্লেখ বাদ দেওয়া হয়েছে।
একইভাবে পাকিস্তান নেভি (সংশোধনী) বিল ২০২৫-এ ১৪ডি, ১৪ই ও ১৪এফ ধারাগুলো বাতিল করা হয়েছে—যেগুলো নৌবাহিনী প্রধানের সিজেসিসি হিসেবে নিয়োগ ও মেয়াদ সংশ্লিষ্ট ছিল। আইনটির অন্যান্য অংশ থেকেও এ সংক্রান্ত উল্লেখ মুছে ফেলা হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শনিবার (১৫ নভেম্বর) সংবিধানের ২৭তম সংশোধনীর অংশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন। সংশোধনী বিল ২০২৫ এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিলো সেনাপ্রধানের মেয়াদ পুনর্নির্ধারণ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) পদ সৃষ্টি। প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী (সংশোধন) বিল ২০২৫, বিমান বাহিনী (সংশোধন) বিল ২০২৫ এবং নৌবাহিনী (সংশোধন) বিল ২০২৫ এখন সংবিধানের অংশ হয়ে গেছে।
সপ্তাহের শুরুতে জাতীয় পরিষদে কোনো করম বিতর্ক ছাড়াই পাস হয় বিল তিনটি। এই সংশোধনের মাধ্যমে সামরিক নেতৃত্ব কাঠামোতে ব্যাপক রদবদলের পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়াও ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের ভিত্তি তৈরি হয়েছে এই বিলে, যা ইতোমধ্যে বিরোধীদের কাছে তীব্র সমালোচিত হয়েছে।
বর্তমান আইন অনুযায়ী, পাকিস্তান আর্মি (সংশোধনী) বিল অনুযায়ী, সেনাবাহিনী প্রধান পাঁচ বছরের জন্য একইসঙ্গে চিফ অব দ্য ডিফেন্স ফোর্সেস হিসেবেও দায়িত্ব পালন করবেন। নতুন প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই ফিল্ড মার্শাল মুনিরের মেয়াদ নতুন করে গণনা শুরু হবে। এছাড়া পূর্বের সেনাবাহিনীর প্রধান শব্দটি প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং ‘চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি’ (CJCSC) শব্দটি ‘কমান্ডার অব দ্য ন্যাশনাল স্ট্রাটেজিক কমান্ড প্রতিস্থাপিত হয়েছে । নতুন বিধানে প্রধানমন্ত্রী সিডিএফের সুপারিশে সেনাবাহিনীর জেনারেলদের মধ্য থেকে তিন বছরের জন্য CJCSC নিয়োগ বা পুনর্নিয়োগ করতে পারবেন। এবং প্রয়োজনে আরো তিন বছর পর্যন্ত বাড়াতে পারবেন। সম্ভব। এসব নিয়োগ বা মেয়াদ বৃদ্ধি আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।
এছাড়া উপ-সেনাপ্রধানকে নির্দিষ্ট ক্ষমতা অর্পণের বিধানও যুক্ত হয়েছে, আর বিমান ও নৌবাহিনীর আইনে সিজেসিএসসি পদ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
পাকিস্তান এয়ার ফোর্স (সংশোধনী) বিল ২০২৫-এ ১৯৫৩ সালের আইনের ১০ডি, ১০ই ও ১০এফ ধারাগুলো বাতিল করা হয়েছে। এই ধারাগুলো বিমানবাহিনী প্রধানের সিজেসিসি হিসেবে নিয়োগ, মেয়াদ ও অবসর সংক্রান্ত বিধান ছিল। আইনের অন্যান্য অংশ থেকেও সিজেসিসি-সংক্রান্ত সব উল্লেখ বাদ দেওয়া হয়েছে।
একইভাবে পাকিস্তান নেভি (সংশোধনী) বিল ২০২৫-এ ১৪ডি, ১৪ই ও ১৪এফ ধারাগুলো বাতিল করা হয়েছে—যেগুলো নৌবাহিনী প্রধানের সিজেসিসি হিসেবে নিয়োগ ও মেয়াদ সংশ্লিষ্ট ছিল। আইনটির অন্যান্য অংশ থেকেও এ সংক্রান্ত উল্লেখ মুছে ফেলা হয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসে শনিবার (১৫ শনিবার) ভারী বৃষ্টিপাতে ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরগুলো পানিতে ডুবে গেছে। আল-মাওয়াসি এলাকার বিভিন্ন স্থানে শরণার্থী শিবিরগুলোতে পানি ঢুকে পড়লে, আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি ব্য়বস্থা নেয় গাজার সিভিল ডিফেন্স।
৩৪ মিনিট আগে
ইসরাইলের শিন বেট (নিরাপত্তা সংস্থা) প্রধান ডেভিড জিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাড়তে থাকা অবৈধ বসতিবাসী সহিংসতা রোধে চরমপন্থী অবৈধ বসতিবাসীদের জন্য ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
গত ১৩ নভেম্বরে গ্রীসের এয়ার ফোর্স একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট মুছে দিয়েছে, যেখানে তাদের সি-১৩০ সামরিক পরিবহন বিমানগুলোর ছবি প্রদর্শিত হয়েছিল। পোস্টটি তুরস্কের সি-১৩০ বিমান দুর্ঘটনার দুই দিনের কম সময় পর প্রকাশিত হওয়ায় তাত্ক্ষণিক সমালোচনার মুখে পড়েছে। ওই দুর্ঘটনায় ২০ জন সৈন্য নিহত হন।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আজারবাইজানের দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আজারবাইজানে সরকার। শুক্রবার (১৪ নভেম্বর) বাকুতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে শক্ত প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে