নতুন বছরের প্রথম দিনেই ব্যতিক্রমী আয়োজনে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। দায়িত্ব নেওয়ার পরপরই তার পূর্বসূরি এরিক অ্যাডামসের জারি করা একাধিক নির্দেশিকা বাতিল করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি, যার মধ্যে ইসরাইলের সমর্থনে নেওয়া পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জারি করা নির্বাহী আদেশ অনুসারে, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর বা তার পরে স্বাক্ষরিত এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর সব নির্দেশিকা বাতিল করা হয়েছে। তবে এর আগের নির্বাহী আদেশগুলো সংশোধন বা প্রত্যাহার করার আগপর্যন্ত বজায় থাকবে।
এই পদক্ষেপের ফলে সাবেক মেয়র এরিক অ্যাডামসের স্বাক্ষর করা বেশ কয়েকটি আদেশ কার্যকরভাবে বাতিল করা হয়েছে, যার মধ্যে গত মাসে দেওয়া একটি নির্বাহী আদেশও অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে নিউইয়র্ক সিটির সংস্থাগুলোকে ইসরাইল থেকে বয়কট বা বিচ্ছিন্ন করার বিষয়টি নিষিদ্ধ হয়েছিল।
তবে পূর্ববর্তী প্রশাসনের তৈরি করা ইহুদি-বিদ্বেষ প্রতিরোধ অফিস বন্ধ হবে না এবং এটি অব্যাহত থাকবে।
এদিকে, সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানিকে ইহুদি-বিদ্বেষ উসকে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইয়েমেনের দক্ষিণাঞ্চল স্বাধীন করার ঘোষণা এসটিসির
বৈরী আবহাওয়ার সঙ্গে গাজাবাসীর লড়াই