লাওসের ভিয়েনতিয়েনে যাওয়ার পথে একটি সন্দেহজনক চালান থেকে ৮০০,০০০ ডলারেরও বেশি মূল্যের গন্ডারের শিং জব্দ করেছে সিঙ্গাপুর। এটি ছিল এ যাবৎকালের সিঙ্গাপুরে ধরা পড়া সবচেয়ে বড় গন্ডারের শিং-এর চালান ছিল।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ৮ নভেম্বর সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরের একটি এয়ার কার্গো হ্যান্ডলার এসএটিএস গ্রুপ পূর্বেই পুলিশকে এই চালানটির ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। আটক করা চালানে ৩৫.৭ কেজি (৭৮.৭ পাউন্ড) ওজনের প্রায় ২০টি গন্ডারের শিং জব্দ করা হযয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিঙ্গাপুরের ন্যাশনাল পার্কস বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি সিঙ্গাপুরে গন্ডারের শিং জব্দের সবচেয়ে বড় ঘটনা, যা ২০২২ সালে ৩৪.৭ কেজি (৭৬.৫ পাউন্ড) এর পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এছাড়াও আরো প্রায় ১৫০ কেজি (৩৩০ পাউন্ড) অন্যান্য, অজ্ঞাত প্রাণীর অংশও জব্দ করা হয়েছে। তবে জব্দ হওয়া অজ্ঞাত প্রাণীর অংশগুলোর প্রজাতি নির্ধারণে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।
বৈধ অনুমতি ছাড়া সিঙ্গাপুরের মধ্য দিয়ে বিপন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণী পরিবহনে আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশন (সিআইটিইএস) এর অধীনে শাস্তির বিধান রয়েছে। যেখানে প্রতিটি নমুনার জন্য ২০০,০০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা অথবা নমুনার বাজার মূল্য এবং অথবা আট বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

