বাংলাদেশি হাইকমিশনারকে গিলানি

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক বৃদ্ধির সুযোগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২১: ২৬

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা এবং জনগণের সঙ্গে যোগাযোগ সব ক্ষেত্রেই সম্পর্ক বৃদ্ধির সুযোগ বাড়ছে। শনিবার পাকিস্তানের আইওয়ান-ই-সদরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রেজা গিলানির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খানের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন গিলানি।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ এবং জাহাজ চলাচল সহজ ও উন্নত করার ওপর জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

গিলানি বলেন, দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর প্রচুর সম্ভাবনা রয়েছে। দুই দেশকে আরো কাছাকাছি আনতে জনগণের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতি বিনিময় বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য ঢাকার প্রতি আহ্বানও জানান তিনি।

এদিকে, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এরই মধ্যে বাংলাদেশে সাদা চাল রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সময় গিলানি বলেন, অভিন্ন বিশ্বাস, ইতিহাসের অংশীদারত্ব এবং সংস্কৃতির সাদৃশ্যতার ভিত্তিতে ঢাকার সঙ্গে সম্পর্ককে আরো উন্নত করতে চায় ইসলামাবাদ। আর এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে তারা।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক ইউনূস তার ক্ষুদ্রঋণ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী কাজের জন্য পাকিস্তানে ব্যাপকভাবে সম্মানিত।

বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও পর্যটন খাতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন গিলানি। তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক শিক্ষার্থী পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার ব্যাপারে আগ্রহী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত