আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমিরাতের চাপে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনা স্থগিত করলো ইসরাইল

আমার দেশ অনলাইন
আমিরাতের চাপে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনা স্থগিত করলো ইসরাইল

সংযুক্ত আরব আমিরাতের সতর্কবার্তার পর পশ্চিম তীরে সার্বভৌমত্ব সম্প্রসারণ সংক্রান্ত পরিকল্পনাকে স্থগিত করেছে দখলদার ইসরাইল। শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম তীরের বিস্তৃত অংশে ইসরাইলি সার্বভৌমত্ব আরোপের বিষয়টি আলোচনার কথা ছিল। তবে তা বাতিল করে পরিবর্তে ফিলিস্তিনি অঞ্চলের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হয়—বিশেষ করে এমন এক সময়ে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির ইস্যুটি তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত নেতানিয়াহুকে সতর্ক করে বলেছে, পশ্চিম তীরে সংযুক্তিকরণ আব্রাহাম চুক্তির "লাল রেখা" লঙ্ঘন করবে এবং এই ধরনের পদক্ষেপ চুক্তিকে বিপন্ন করতে পারে।

ইসরাইলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, আমিরাতের চাপে নেতানিয়াহু পরিকল্পনা থেকে সরে এসেছেন এবং পশ্চিম তীর সংযুক্তিকরণ আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ইসরাইল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে পৌঁছায়, যা “আব্রাহাম চুক্তি” নামে পরিচিত। তবে সৌদি আরব এখনো ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

নেতানিয়াহু বরাবরই এই সৌদি অবস্থানের বিরোধিতা করে আসলেও, আঞ্চলিক ও কূটনৈতিক চাপে এবার পশ্চিম তীরের ইস্যুতে পিছু হটতে বাধ্য হলেন বলে বিশ্লেষকদের ধারণা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন