আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তীব্র তাপপ্রবাহে দিল্লিতে রেড অ্যালার্ট

আমার দেশ অনলাইন

তীব্র তাপপ্রবাহে দিল্লিতে রেড অ্যালার্ট

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার এই রেড অ্যালার্ট জারি করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি বলবৎ থাকবে। জি নিউজ এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দিল্লির তাপমাত্রা হিট ইনডেক্সে ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস উঠেছিলো। তবে গড় তাপমাত্রা ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকছে। এর সঙ্গে আদ্রতা যোগ হয়ে সেখানে হিট ইনডেক্স এক লাফে গিয়ে ঠেকেছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে এখনো তাপপ্রবাহ অব্যাহত। যদিও বুধবার এই অবস্থা শুধু আয়ানগর স্টেশনে রেকর্ড করা হয়েছে, আগের দিন এমন পরিস্থিতি ছিল তিনটি স্টেশনে।

ভারতের আবহাওয়া অফিস ১৩ জুন পর্যন্ত এই অসহনীয় গরম চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এরপর উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এর প্রভাবে দিল্লিতে কিছুটা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন