আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে জাতিসংঘে ইরানের চিঠি

আমার দেশ অনলাইন

ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে জাতিসংঘে ইরানের চিঠি
ছবি: আল জাজিরা

ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বেআইনী হুমকির’ নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে চিঠি পাঠিয়েছে তেহরান। শুক্রবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এ চিঠি পাঠান। এরআগে সহিংস উপায়ে বিক্ষোভ দমন করা হলে ইরানের ওপর হস্তক্ষেপের হুমকি দেন ট্রাম্প। খবর আল জাজিরার।

ইরাভানি তার চিঠিতে ট্রাম্পের ‘বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্যের’ স্পষ্ট ও দৃঢ়ভাবে নিন্দা জানাতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি বলেন, এই হুমকি জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

বিজ্ঞাপন

চিঠিতে আরো বলা হয়, বাহ্যিক চাপ বা সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দেয়ার, উৎসাহিত করার বা বৈধতা দেয়ার যে কোনো প্রচেষ্টা ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।

এতে বলা হয়, ইরান সরকার তার দেশের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রাখে।

ইরাভানি আরো বলেন, ট্রাম্পের এই অবৈধ হুমকির ফলে উদ্ভূত যেকোনো পরিণতি এবং পরবর্তীকালে উত্তেজনা বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ দায়ী থাকবে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গেলো কয়েকদনি ধরে ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন ছয়জন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন