আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগের আহ্বান জানাল অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন

নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগের আহ্বান জানাল অস্ট্রেলিয়া

ইরানে চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় অস্ট্রেলিয়া সরকার দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (ডিএফএটি) হালনাগাদ ভ্রমণ সতর্কতায় জানিয়েছে, “বাণিজ্যিকভাবে দেশ ছাড়ার সুযোগ এখনো আছে, তবে তা ক্রমেই সীমিত হয়ে পড়ছে। শিগ্‌গিরই আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিল হতে পারে, যা পরবর্তীতে দেশত্যাগ অসম্ভব করে তুলতে পারে।”

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ‘সরকারি পরামর্শ উপেক্ষা করে কেউ যদি ইরানে থেকে যান, তাহলে নিজের নিরাপত্তার দায়ভার তাকেই নিতে হবে। দীর্ঘ সময়ের জন্য আশ্রয়ে অবস্থান করতে প্রস্তুত থাকুন এবং পর্যাপ্ত পানি, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখুন।’

চলমান বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...