শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৫: ১৬
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৫: ২৬
ছবি: সংগৃহীত

এ বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো পারিস্কা আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার স্পষ্ট করে বলেছেন যে তিনি এই পুরস্কার চান। তবে তিনি পেলেন না।

মারিয়া কোরিনা মাচাদো একজন রাজনীতিবিদ এবং শিল্প প্রকৌশলী যিনি বর্তমানে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা। তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভেনেজুয়েলার জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

তিনি ভেনেজুয়েলার লৌহমানবি হিসেবে খ্যাত।

এরআগে গত বছর জাপানি সংগঠন নিহন হিদানকিওকে নোবেল পুরস্কারে ভূষিত হয়। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়তে কাজ করে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত