যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২ হাজার ডলার দেয়ার ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৩: ৫৮
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

প্রত্যেক মার্কিন নাগরিকদের দুই হাজার ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক থেকে পাওয়া রাজস্ব থেকে এই অর্থ দেয়া হবে। তবে প্রস্তাবটি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘প্রত্যেককে অন্তত দুই হাজার ডলারের লভ্যাংশ দেয়া হবে (উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে)।

বিজ্ঞাপন

এই ঘোষণা এমন সময় এলো যখন সুপ্রিম কোর্ট তার শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং দেশটিতে সরকারি অচলাবস্থা চলছে।

পরে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংবামাধ্যম এবিসি নিউজকে বলেন, দুই হাজার ডলার লভ্যাংশ বিভিন্ন আকারে আসতে পারে।

ট্রাম্প তার বাণিজ্য নীতির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ‘যারা শুল্ক নীতির বিরোধী তারা বোকা! আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত দেশ, যেখানে প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই।’

তিনি দাবি করেছেন, শুল্ক থেকে ট্রিলিয়ন ডলার রাজস্ব আসছে, যা দিয়ে শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলার ঋণ পরিশোধ করা শুরু হবে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত