বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ইতালিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার উদিনে ইসরাইলের সঙ্গে ইতালির বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে এ বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
গাজায় ইসরাইলের গণহত্যার জন্য আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার দাবি জানায় বিক্ষোভকারীরা। এসময় অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের স্বাধীনতা’ এবং ‘ইসরাইলকে লাল কার্ড দেখাও’ এ ধরনের স্লোগান দেন।
১৮ মিটার দীর্ঘ ফিলিস্তিনি পতাকা এবং ‘ইসরাইলকে লাল কার্ড দেখাও’ স্লোগান সম্বলিত একটি বড় লাল ব্যানার নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা। এছাড়া ২৩ মিটার দীর্ঘ এবং সাত মিটার চওড়া একটি প্রতীকী কফিনও বহন করেন তারা।
স্থানীয় সময় মঙ্গলবার শুরু হওয়া বিক্ষোভ শুরুর দিকে শান্তিপূর্ণ ছিল। ইসরাইলের নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ রাত পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে দু’জন সাংবাদিক আহত হয়েছেন। উদিনের মেয়র আলবার্তো ফেলিস ডি টোনি বলেন, যা ঘটেছে তা অগ্রহণযোগ্য।
আরএ


গাজায় সাহায্য প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল করল ইসরাইল