ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ট্রাম্পের জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৯: ০৭
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৯: ১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ১ বিলিয়ন ডলার জরিমানা করেছেন। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়টিতে ফিলিস্তিনিপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে এই দাবি করেন তিনি।

শনিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, একই অভিযোগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করতে হয়েছে। তবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যে পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে তার পাঁচগুণ বেশি জরিমানা করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ১০টি ক্যাম্পাস তত্ত্বাবধানকারী প্রেসিডেন্ট জেমস মিলিকেন বলেছেন, শুক্রবার ট্রাম্পের দাবির বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এটি পর্যালোচনা করা হচ্ছে। আরো বলেছেন, এই পরিমাণ জরিমানায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় সম্পূর্ণ ধস নেমে আসবে।

ট্রাম্পের জরিমানা নিয়ে প্রশ্ন করা হলে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম বলেছেন, আমরা মামলা করবো। এসময় তিনি ট্রাম্পের বিরুদ্ধে একাডেমিক স্বাধীনতা দমন করার চেষ্টার অভিযোগ করেন।

আরো বলেছেন, আমরা যদি তার নির্দেশ পালন না করি তাহলে তিনি আমাদেরকে ১ বিলিয়ন ডলার জরিমানা করে চাঁদাবাজির হুমকি দিয়েছেন। জানা গেছে, সরকার ওই অর্থ কিস্তিতে চায়। এছাড়া ইহুদি ছাত্রদের ক্ষতিপূরণের জন্য ১৭২ মিলিয়ন ডলার প্রদানের দাবিও করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে কলম্বিয়া থেকে ইউসিএলএ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অসংখ্য ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেগুলোতে পুলিশি দমন-পীড়ন ও সহিংসতার ঘটনা ঘটে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত