ভিয়েতনামে টাইফুন কালমেগির আঘাত, নিহত ৩

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০: ১৮
ছবি: বিবিসি

ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে এবার ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমেগি। বৃহস্পতিবার মধ্য ভিয়েতনামে কালমেগি আঘাত হানে। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলজুড়ে তাণ্ডব চালায় কালমেগি। ঝড়টি এখন পশ্চিমে কম্বোডিয়া এবং লাওসের দিকে অগ্রসর হয়েছে।

বিজ্ঞাপন

এরআগে টাইফুনটি ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালায়। নিহত হয় ১১৪ জন নিহত এবং ১২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভিয়েতনামে ডাক লাক প্রদেশে একটি বাড়ি ধসে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং গিয়া লাই প্রদেশে আরো দু’জন মারা গেছে।

কালমেগি আঘাত হানার আগেই ভিয়েতনামের সেনাবাহিনী ত্রাণ তৎপরতার জন্য দুই লাখ ৬০ হাজারের বেশি সেনা ও কর্মী প্রস্তুত রাখে।

দেশটির কয়েকটি বিমানবন্দর এবং এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে লাখ লাখ মানুষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে কালমেগি ভিয়েতনামের স্থলভাগে আঘাত হানে। জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, সাতটি শহর ও বিভিন্ন প্রদেশের শতাধিক অঞ্চল আগামী কয়েক ঘণ্টায় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত