গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন প্রসঙ্গে যা বললো মিশর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২০: ৫৯

মিশর জানিয়েছে, গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে তারা প্রস্তুত। তবে শর্ত হিসেবে দেশটি বলেছে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং ফিলিস্তিনিদের জন্য একটি রাজনৈতিক স্বায়ত্তশাসনের নিশ্চিত হতে হবে।

বিজ্ঞাপন

সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাফাহ সীমান্তে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাতি বলেন, “আমরা অবশ্যই আন্তর্জাতিক বাহিনীতে অংশ নিতে প্রস্তুত, তবে তা পরিষ্কার ম্যান্ডেট ও রাজনৈতিক সমাধানের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে হবে। অন্যথায় বাহিনী মোতায়েনের কোনো অর্থ থাকবে না।”

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মাদ মুস্তাফা জানান, যুদ্ধ-পরবর্তী গাজা একটি অস্থায়ী কমিটি দ্বারা পরিচালিত হবে। তবে প্রশাসনিক ক্ষমতা থাকবে সম্পূর্ণভাবে ফিলিস্তিনি সরকারের হাতে, নতুন কোনো রাজনৈতিক সত্তা তৈরি হবে না। তিনি এটিকে “ফিলিস্তিনে বিদ্যমান প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া” বলে অভিহিত করেন।

বিশ্লেষকদের মতে, মিশরের এই অবস্থান যুদ্ধবিরতি ও পরবর্তী রাজনৈতিক সমাধানের পথকে আরও স্পষ্ট করেছে। তবে জাতিসংঘের সমর্থন ছাড়া এই উদ্যোগ কার্যকর হবে না।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত