আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আমার দেশ অনলাইন
ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। নিকটবর্তী উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

শুক্রবার মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

বিজ্ঞাপন

ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ হতে পারে। উপসাগর এবং প্রণালী বরাবর সুনামির ঢেউ আরো বেশি হতে তীব্র হওয়া আশঙ্কা রয়েছে।

উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বসবাসকারী লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন