আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ইইউ নিষেধাজ্ঞায় সমর্থন দেবে ইতালি

আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ইইউ নিষেধাজ্ঞায় সমর্থন দেবে ইতালি

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা প্রস্তাবকে সমর্থন করতে প্রস্তুত ইতালি। ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনের আগে সিনেটে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইতালির প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইসরাইলি বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানিয়েছি এবং কিছু ইসরাইলি কর্মকর্তার সহিংস বক্তব্যকে অগ্রহণযোগ্য মনে করি। তাই ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় নিষেধাজ্ঞামূলক পদক্ষেপে ইতালি সমর্থন দিতে প্রস্তুত।”

এসময় মেলোনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য শর্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার "প্রয়োজনীয় পূর্বশর্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থা বা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের কোনও ভূমিকা না থাকা।

এছাড়াও, ইতালি প্রধানমন্ত্রী শারম আল শেখে স্বাক্ষরিত গাজা যুদ্ধ বিরতির ২০-দফা পরিকল্পনাকে অত্যন্ত ইতিবাচক এবং সুনির্দিষ্ট উন্নয়ন হিসাবে বর্ণনা করেন। মেলোনি বলেন, বিশ্ব এখন মধ্যপ্রাচ্য শান্তির জন্য একটি বিশ্বাসযোগ্য সম্ভাবনার মুখোমুখি, যদিও এর মধ্যে এখনো কিছু দুর্বলতা রয়ে গেছে।

মেলোনি জানান, ইতালি গাজায় মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে দেশটি ২,০০০ টনের বেশি ময়দা এবং ২০০ টনের বেশি অন্যান্য খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রশাসনিক ও নেতৃত্ব প্রশিক্ষণেও সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন মেলোনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন