অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ২৭
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ৪৬

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ, ও পিটার হাওইট।  অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গবেষণার জন্য তাদের নোবেল দেয়া হয়।

সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, "উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য" জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট ২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।

বিজ্ঞাপন

সংস্থাটি এক বিবৃতিতে জানায়,"বিজয়ীরা আমাদের শিখিয়েছেন যে টেকসই প্রবৃদ্ধিকে হালকাভাবে নেওয়া যায় না। প্রবৃদ্ধি নয়, অর্থনৈতিক স্থবিরতা মানব ইতিহাসের বেশিরভাগ ক্ষেত্রেই আদর্শ। তাদের কাজ দেখায় যে আমাদের অব্যাহত প্রবৃদ্ধির হুমকি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে।"

মোকির মার্কিন যুক্তরাষ্ট্রের ইভানস্টনে অবস্থিত নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক, অন্যদিকে আগিয়োঁ প্যারিসে অবস্থিত কলেজ ডি ফ্রান্স এবং ইনসিড এবং ব্রিটেনের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক। হাউইট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোভিডেন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।

নোবেল কমিটির সদস্য জন হ্যাসলার বলেন,“জোয়েল মোকির প্রযুক্তিগত উদ্ভাবনের উপর ভিত্তি করে টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিষয়গুলি চিহ্নিত করার জন্য ঐতিহাসিক পর্যবেক্ষণ ব্যবহার করেছেন,”।

“ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট সৃজনশীল ধ্বংসের একটি গাণিতিক মডেল তৈরি করেছেন, একটি অন্তহীন প্রক্রিয়া যেখানে নতুন এবং উন্নত পণ্যগুলি পুরানোকে প্রতিস্থাপন করে।”

মোকিরকে অর্ধেক পুরষ্কার দেওয়া হয়েছে, বাকি অর্ধেক আগিয়োঁএবং হাউইটের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। যার মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রাউন (১.২ মিলিয়ন ডলার)। উল্লেখ্য, চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, শান্তি এবং সাহিত্যের পর সবশের্ষ অর্থনীতেতে নোবেল ঘোষণা করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত