তীব্র তাপপ্রবাহে ৮ আরব দেশ, বাড়ছে অগ্নিঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৯: ৪৩
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আটটি আরব দেশ ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছে। এতে তাপমাত্রা ও আর্দ্রতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি বনাঞ্চল ও কৃষিজমিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে। সোমবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মিশর, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন, বাহরাইন, কাতার ও কুয়েতে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মিশরীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে , দেশটি বেশিরভাগ অঞ্চলে অত্যন্ত গরম আবহাওয়া অনুভব করছে, দক্ষিণে বাতাস সক্রিয় রয়েছে, যা মধ্য ও দক্ষিণ সিনাই এবং লোহিত সাগর প্রদেশের কিছু অংশে বালি এবং ধুলো উড়িয়ে দিতে পারে। মিশরের কায়রোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে, হিট ইনডেক্স পৌঁছাবে ৪৩ ডিগ্রিতে। মিশরের উচ্চ প্রদেশগুলিতে ছায়ায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি হতে পারে, যেখানে তাপ সূচক ৪৭ডিগ্রি হতে পারে।

ইরাকে পরিস্থিতি আরও ভয়াবহ। বাগদাদ, কারবালা ও নাজাফসহ কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ৫১ ডিগ্রিও হতে পারে। এর সঙ্গে বালুঝড়ের আশঙ্কাও রয়েছে।

জর্ডানে ধুলোয়াচ্ছন্ন গরম বাতাস বইছে, সিরিয়ায় মঙ্গলবার ও বুধবার তীব্র গরম বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয়দের কৃষিকাজ সীমিত রাখা এবং আগুনের ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

লেবাননে শুক্রবার পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে। পর্বতীয় ও ভেতরাঞ্চলে তাপমাত্রা ঋতুর গড়ের চেয়ে প্রায় ১০ ডিগ্রি বেশি হতে পারে। উপকূলীয় এলাকায় অতিরিক্ত আর্দ্রতা গরমের অনুভূতি আরো বাড়িয়ে তুলবে।

অন্যদিকে বাহরাইন, কাতার ও কুয়েতে গরম ও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করলেও তাপমাত্রা বেশি থাকবে বলে পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও বায়ুমণ্ডলের চাপের অস্বাভাবিকতার কারণে এই ধরনের তীব্র তাপপ্রবাহ দেখা দিচ্ছে। তারা জনসাধারণকে পর্যাপ্ত পানি পান, সূর্যের তীব্র আলো এড়িয়ে চলা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত