আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ
ছবি: সিএনএন

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দায়িত্ব দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

স্থানীয় সময় শনিবার রাতে এই আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, মাদুরোর পক্ষে তার দায়িত্ব পালন কার্যকর এবং অস্থায়ীভাবে এখন অসম্ভব।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভিতে সম্প্রচারিত এক অধিবেশনে বিচারপতি তানিয়া ডি’আমেলির দেওয়া আদেশে বলা হয়, রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সব ক্ষমতা এবং দায়িত্ব পালন করবেন।

ভেনেজুয়েলার সংবিধানে বলা হয়েছে যে, যখন প্রেসিডেন্ট অস্থায়ী বা সম্পূর্ণ অনুপস্থিতি থাকেন, তখন ভাইস প্রেসিডেন্টকে অবশ্যই সেই দায়িত্ব পালন করতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের মতে, ‘প্রশাসনিক ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য’ রদ্রিগেজকে এই পদে বসানো গুরুত্বপূর্ণ বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।

রয়টার্স আরও জানিয়েছে, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের জোরপূর্বক অনুপস্থিতির মুখে রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকারের প্রশাসন এবং সার্বভৌমত্বের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য প্রযোজ্য আইনি কাঠামো নির্ধারণের’ বিষয়টি নিয়েও শুনানি করবে আদালত।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন