আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কানাডায় মুসলিম উবার চালকের ওপর হামলার চেষ্টা

আমার দেশ অনলাইন

কানাডায় মুসলিম উবার চালকের ওপর হামলার চেষ্টা

কানাডার মন্ট্রিয়ালে এক মুসলিম উবার চালককে লক্ষ্য করে সহিংস হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। ঘটনাটি কুইবেক ও সারাদেশে মুসলিমবিদ্বেষ বৃদ্ধির আশঙ্কা আরও জোরালো করেছে বলে মন্তব্য করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

এনসিসিএমের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে এক যাত্রী উবার চালককে প্রথমে তার ধর্মীয় পরিচয় জানাতে চাপ দেয়। পরে তাকে হুমকি দিয়ে বলে, “আমি তোমার গলা কেটে দেব।” চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সংস্থাটি জানায়, গাড়িতে থাকা আরেক যাত্রীর হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় এবং সম্ভাব্য মারাত্মক হামলা ঠেকানো যায়।

এনসিসিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্রাউন বলেন, “নিজেদের প্রদেশ কুইবেকেই এমন ঘটনা ঘটছে—এটা অত্যন্ত উদ্বেগজনক। মুসলমানরা কোনো হুমকি নয়। এখনই সময় রাজনৈতিক নেতাদের স্পষ্টভাবে তা বলার এবং ঘৃণার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।”

সংস্থাটি জোর দিয়ে বলেছে, কুইবেকে কারও ধর্মীয় পরিচয়ের কারণে জীবনের ভয় নিয়ে বসবাস করা উচিত নয়। তবে ঘটনার কিছু তথ্য এখনও যাচাই করা হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা।

এনসিসিএম জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে যাতে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা যায়। একই সঙ্গে তারা কুইবেকের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে—এই হামলার তীব্র নিন্দা জানাতে এবং প্রদেশজুড়ে ধর্মীয় ও সামাজিক উত্তেজনা কমাতে বাস্তব ও কার্যকর উদ্যোগ নিতে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন