আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সামাজিকমাধ্যম ব্যবহারে বয়সসীমা বেঁধে দিচ্ছে ডেনমার্ক

আমার দেশ অনলাইন

সামাজিকমাধ্যম ব্যবহারে বয়সসীমা বেঁধে দিচ্ছে ডেনমার্ক
ছবি: সংগৃহীত

সামাজিকমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক। শুক্রবার ডেনমার্ক সরকার জানায়, ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা এপির।

ডেনমার্ক সরকার বলছে, এই নিয়মে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা জোরদার হবে।

বিজ্ঞাপন

দেশটির ডিজিটালাইজেশন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সর্বনিম্ন ১৫ বছর বয়স নির্ধারণ করা হবে, যদিও কোনটি তা নির্দিষ্ট করে বলা হয়নি।

যেখানে অসংখ্য শিশু-কিশোরের স্ক্রিনে সহজ প্রবেশাধিকার রয়েছে, সেখানে এই পদক্ষেপ কীভাবে কার্যকর করা হবে তাও বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

তবে এই বিধিনিষেধে কিছু ছাড় দেয়া হবে। কোনো সন্তানের বাবা-মা যদি চান তবে দুবছর আগে অর্থাৎ সন্তানের বয়স ১৩ বছর হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধনের অনুমতি দিতে পারবে।

বিবৃতিতে বলা হয়, ‘এই পদক্ষেপের ফলে শিশুরা বিশ্রাম, খেলা এবং ব্যক্তিগত বিকাশের জন্য আরো সময় পাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল তৈরি করার আগে—যেখানে নানা ধরনের ঝুঁকি রয়েছে, সে বিষয়ে অবহিত করা হবে।’

এরআগে, ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া। এই নিষেধাজ্ঞা ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...