আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আমার দেশ অনলাইন

মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, সংঘাত ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে ২০২৬ সালকে সামনে রেখে বিশ্বনেতাদের প্রতি শক্ত বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন বছর উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিভেদ ও যুদ্ধের রাজনীতি থেকে সরে এসে মানুষ ও পৃথিবীর সুরক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জাতিসংঘ সূত্রে বার্তা সংস্থা এএফপি জানায়, গুতেরেস বলেন, বিশ্ব বর্তমানে এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। চারদিকে বিভাজন, সহিংসতা, জলবায়ু বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের ব্যাপক লঙ্ঘন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে জাতিসংঘ প্রধান বলেন, ২০২৬ সালে বিশ্বনেতাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের দুর্ভোগ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

বিশ্বনেতাদের উদ্দেশে সরাসরি বার্তায় তিনি বলেন, সংঘাত নয়—এখন সময় মানুষ ও পৃথিবীকে বেছে নেওয়ার।

সামরিক খাতে অতিরিক্ত ব্যয়ের তীব্র সমালোচনা করে গুতেরেস জানান, চলতি বছরে বৈশ্বিক সামরিক ব্যয় প্রায় ১০ শতাংশ বেড়ে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এই ব্যয় উন্নয়ন খাতে বৈশ্বিক ব্যয়ের তুলনায় ১৩ গুণ বেশি এবং পুরো আফ্রিকা মহাদেশের মোট জিডিপির সমান।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। গুতেরেসের মতে, যুদ্ধ জয়ের চেয়ে দারিদ্র্য দূরীকরণে বিনিয়োগ বাড়ালে বিশ্ব আরও নিরাপদ হবে এবং শান্তি প্রতিষ্ঠাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, ২০২৬ সাল হবে জাতিসংঘ মহাসচিব হিসেবে আন্তোনিও গুতেরেসের দায়িত্বকালের শেষ বছর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন