পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষ

২৩ সেনা নিহতের কথা স্বীকার করলো পাকিস্তান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৯: ২৭
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৯: ২৮

রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের সময় ২৩ সেনা নিহতের কথা স্বীকার করলো পাকিস্তান। এছাড়াও ২৯ সেনা সদস্য আহত হয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যমআল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, “আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে আমাদের ২৩ সেনা নিহত ২৯ জন আহত হয়েছেন। এবং বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে দেখা গেছে, রাতের হামলায় তালেবান ও অন্যান্য ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে।”

বিজ্ঞাপন

এছাড়া তালেবান সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে পাক সেনাবাহিনী বলেছে, “তালেবানের অবকাঠামো, সেনা পোস্ট, ক্যাম্প, হেডকোয়ার্টার এবং সন্ত্রাসীদের সাপোর্ট নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক। যার সবই হয়েছে সীমান্ত ও কৌশলগত অঞ্চলে।”

এদিকে, আজ তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছেন। আর নিজেদের ৯ সেনা প্রাণ হারান বলে জানান তিনি।

উল্লেখ্য,পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী। এতে রাতভর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত চলে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত