আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কার্টুনের মাধ্যমে মোদিকে যে বার্তা দিল পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম

আমার দেশ অনলাইন

কার্টুনের মাধ্যমে মোদিকে যে বার্তা দিল পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন-এ প্রকাশিত একটি সম্পাদকীয় কার্টুন ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২১ ডিসেম্বর, ২০২৫ তারিখের ওই কার্টুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি বিশাল বাঘের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাঘটির গায়ে বড় অক্ষরে লেখা—“Bangladesh”।

বিজ্ঞাপন

কার্টুনটির শিল্পী রোহাইত ভাগবন্ত। প্রতীকী এই চিত্রে জাতীয় পশু বাঘকে ব্যবহার করে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তি, আত্মবিশ্বাস ও ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতা তুলে ধরা হয়েছে বলে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুনটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন থেকেও কড়া বার্তা এসেছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ–এনের (পিএমএল–এন) যুব শাখার এক নেতা ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কামরান সাঈদ উসমানি নামের ওই নেতা এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দিতে প্রস্তুত।

তিনি দাবি করেন, ঢাকার বিরুদ্ধে নয়াদিল্লির যেকোনো পদক্ষেপ ইসলামাবাদকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করবে। উসমানির ভাষায়, “যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টি দেওয়ার সাহস করে—তাহলে মনে রাখতে হবে, পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়।”

উসমানি আরও বলেন, মুসলিম তরুণরা এই অঞ্চলে ভারতের পরিকল্পনা সম্পর্কে সতর্ক হয়ে উঠেছে। তার অভিযোগ, ভারত ‘অখণ্ড ভারত আদর্শ’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক জোট গঠনের প্রস্তাবও দেন। এমনকি উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও বলেন তিনি।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যদি কোনো ধরনের সামরিক জোট গড়ে ওঠে, তাহলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ডন-এর কার্টুন ও পাকিস্তানি রাজনীতিকদের বক্তব্য মিলিয়ে পুরো ঘটনাপ্রবাহ নতুন করে আঞ্চলিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...