আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গবেষণা প্রতিবেদন

তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ দিনে ২৩০০ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ দিনে ২৩০০ জনের মৃত্যু

তীব্র তাপপ্রবাহে ইউরোপের ১২টি শহরে গরমজনিত কারণে ২৩০০ জনের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। বুধবার প্রকাশিত বিশ্লেষণায় ১০ দিনের মূত্যুর তথ্য দেওয়া হয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় পশ্চিম ইউরোপের বড় অংশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছিল। স্পেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ফারেনহাইট) ছাড়িয়ে যায় এবং ফ্রান্সে দাবানল শুরু হয়।

বিজ্ঞাপন

গবেষণাটি বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন ও মিলানসহ ১২টি শহরকে অন্তর্ভুক্ত করে—যেখানে মোট জনসংখ্যা ৩ কোটির বেশি। এই শহরগুলোতে তাপপ্রবাহের মাত্রা জলবায়ু পরিবর্তনের কারণে সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস (৩৯.২ ফারেনহাইট) পর্যন্ত বেড়ে গিয়েছিল।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক বেন ক্লার্ক বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বকে আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে আরো গরম করে তুলেছে। এবং পরিস্থিতিকে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে।

গবেষকরা বলেন, তারা সমীক্ষার জন্য পর্যালোচিত (peer-reviewed) পদ্ধতি ব্যবহার করেছেন, কারণ বেশিরভাগ তাপজনিত মৃত্যু সরকারি প্রতিবেদনেই প্রকাশিত হয় না এবং অনেক দেশ এ ধরনের তথ্য প্রকাশ করে না। তাই তাপপ্রবাহজনিত প্রকৃত মৃত্যুর সংখ্যা বের হতে আরো কয়েক সপ্তাহ লাগতে পারে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রভাষক গ্যারিফ্যালোস কনস্টান্টিনোডিস বলেন, তাপমাত্রা যদি মাত্র ২ বা ৪ ডিগ্রি বেড়ে যায়, তাহলে তা হাজারো মানুষের জন্য জীবন-মৃত্যুর পার্থক্য তৈরি করতে পারে। এই কারণেই তাপপ্রবাহকে বলা হয় ‘নীরব ঘাতক’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন