কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা প্রত্যাহার করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০: ৪৩

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজ চিঠিতে সিক্রেট সার্ভিসকে আগামী ১ সেপ্টেম্বর থেকে আইন অনুযায়ী আবশ্যক সুরক্ষা ছাড়া অন্য যেকোনো নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা বন্ধের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিয়মানুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টরা আজীবন এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার পর ছয় মাস সিক্রেট সার্ভিস নিরাপত্তা পেয়ে থাকেন। সেই হিসাবে

গত ২১ জুলাই কমলা হ্যারিসের নিরাপত্তা প্রদানের মেয়াদ শেষ হয়েছে। তবে গত বছরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দিতা করায় তার নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের নতুন নির্দেশে বাইডেনের সেই সিদ্ধান্ত বাতিল হলো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত