আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

ইরানের নৌবাহিনী উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে একাধিক অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে । বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ইকতেদার ১৪০৪ (২০২৫)’ বা ‘টেকসই কর্তৃত্ব ১৪০৪’ নামের মহড়ার অংশ হিসেবে যুদ্ধজাহাজ ‘জেনেভেহ’ ও ‘সাবালান’ থেকে একই সঙ্গে ‘নাসির’, ‘গাদির’ এবং ‘কাদের’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করা হয়।

ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, মহড়ার এক পর্যায়ে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের ডেক, উপকূল ও সমুদ্রভিত্তিক স্থাপনা থেকে উৎক্ষেপণ করা হয়। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা তুলে ধরা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘কাদের’ একটি মাঝারি পাল্লার জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা ও নিখুঁততা নিয়ে সমুদ্র ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে, ‘গাদির’ দীর্ঘ পাল্লার রাডার এড়ানো ক্ষেপণাস্ত্র, যা জাহাজবিধ্বংসী অভিযানে কার্যকর।

দুই দিনব্যাপী এই মহড়ায় ইরানের নৌবাহিনীর জাহাজ, বিমান ইউনিট, উপকূল ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নেয়।

ইরানি সামরিক বাহিনীর দাবি, এ মহড়া তাদের প্রতিরক্ষা প্রস্তুতি ও আধুনিক যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন