অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৭: ২৪
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭: ৫৮

ইরানের নৌবাহিনী উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে একাধিক অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে । বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ইকতেদার ১৪০৪ (২০২৫)’ বা ‘টেকসই কর্তৃত্ব ১৪০৪’ নামের মহড়ার অংশ হিসেবে যুদ্ধজাহাজ ‘জেনেভেহ’ ও ‘সাবালান’ থেকে একই সঙ্গে ‘নাসির’, ‘গাদির’ এবং ‘কাদের’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করা হয়।

ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, মহড়ার এক পর্যায়ে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের ডেক, উপকূল ও সমুদ্রভিত্তিক স্থাপনা থেকে উৎক্ষেপণ করা হয়। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা তুলে ধরা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘কাদের’ একটি মাঝারি পাল্লার জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা ও নিখুঁততা নিয়ে সমুদ্র ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে, ‘গাদির’ দীর্ঘ পাল্লার রাডার এড়ানো ক্ষেপণাস্ত্র, যা জাহাজবিধ্বংসী অভিযানে কার্যকর।

দুই দিনব্যাপী এই মহড়ায় ইরানের নৌবাহিনীর জাহাজ, বিমান ইউনিট, উপকূল ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নেয়।

ইরানি সামরিক বাহিনীর দাবি, এ মহড়া তাদের প্রতিরক্ষা প্রস্তুতি ও আধুনিক যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত