আমার দেশ অনলাইন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে সমপর্যায়ের জবাব দেওয়া হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সাথে টেলিফোন আলাপে একথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।
কালাসের সাথে ফোনালাপে আরাগচি বলেন, ‘ই৩-এর স্ন্যাপব্যাক পদক্ষেপ ইরানের প্রতি এই দেশগুলোর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ আরো বাড়িয়ে তুলবে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান তার জাতীয় অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তিনটি ইউরোপীয় দেশের এই বেআইনি এবং অযৌক্তিক পদক্ষেপের যথাযথ প্রতিক্রিয়া জানাবে।’
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, ৩০ দিনের মধ্যে যদি পরিষদ তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন না করে, তবে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।
এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ বেআইনি। বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে তাদের চলমান প্রক্রিয়াকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের নীতি বিষয়ক প্রধানের কাছে লেখা একটি চিঠিতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় করার জন্য এই তিনটি দেশের কোনো আইনি এখতিয়ার নেই। রাশিয়া এবং চীন উভয়ই ইরানের অবস্থানকে সমর্থন করছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অন্য পক্ষগুলো সদিচ্ছা দেখালে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ‘ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ’ আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।
আরএ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে সমপর্যায়ের জবাব দেওয়া হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সাথে টেলিফোন আলাপে একথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।
কালাসের সাথে ফোনালাপে আরাগচি বলেন, ‘ই৩-এর স্ন্যাপব্যাক পদক্ষেপ ইরানের প্রতি এই দেশগুলোর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ আরো বাড়িয়ে তুলবে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান তার জাতীয় অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তিনটি ইউরোপীয় দেশের এই বেআইনি এবং অযৌক্তিক পদক্ষেপের যথাযথ প্রতিক্রিয়া জানাবে।’
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, ৩০ দিনের মধ্যে যদি পরিষদ তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন না করে, তবে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে।
এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ বেআইনি। বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে তাদের চলমান প্রক্রিয়াকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের নীতি বিষয়ক প্রধানের কাছে লেখা একটি চিঠিতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় করার জন্য এই তিনটি দেশের কোনো আইনি এখতিয়ার নেই। রাশিয়া এবং চীন উভয়ই ইরানের অবস্থানকে সমর্থন করছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, অন্য পক্ষগুলো সদিচ্ছা দেখালে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ‘ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ’ আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।
আরএ
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৩২ মিনিট আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
১ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
১ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
১ ঘণ্টা আগে