কানাডা, ফ্রান্স ও পর্তুগালের সঙ্গে তিনটি সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। এ বিষয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের স্বাক্ষরিত একটি ডিক্রি শনিবার সরকারের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
ডিক্রিতে জানানো হয়, ‘সামরিক সফর সংক্রান্ত ১৯৮৯ সালের ২০ নভেম্বর মস্কোতে সই করা সোভিয়েত ইউনিয়ন সরকার ও কানাডা সরকারের মধ্যকার চুক্তি; ১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারি মস্কোতে সই করা রুশ ফেডারেশন ও ফ্রান্স সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি; এবং ২০০০ সালের ৪ আগস্ট মস্কোতে সই করা রুশ ফেডারেশন ও পর্তুগাল সরকারের সামরিক সহযোগিতা চুক্তির এই তিনটি সমঝোতার কার্যকারিতা শনিবার থেকে বাতিল ঘোষণা করা হলো।’
সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কানাডা, ফ্রান্স ও পর্তুগাল সরকারকে জানানোর জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই চুক্তিগুলো প্রাসঙ্গিকতা হারিয়েছে। যদিও ডিক্রিতে এই সিদ্ধান্তের রাজনৈতিক উদ্দেশ্য সরাসরি উল্লেখ করা হয়নি। মস্কো এই পদক্ষেপকে প্রশাসনিক ও কৌশলগত হালনাগাদ হিসেবে বর্ণনা করেছে।
চলতি বছরের শুরুর দিকে জার্মানির সঙ্গেও একই ধরনের সামরিক-প্রযুক্তিগত চুক্তি বাতিল করে রাশিয়া।


পাকিস্তানের সিন্ধু প্রদেশ কেন ভারতের অংশ হলো না