আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইল বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিমান ও ট্রেন চলাচল স্থগিত

স্টাফ রিপোর্টার

ইসরাইল বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিমান ও ট্রেন চলাচল স্থগিত

ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের রাজধানী তেলআবিবের প্রধান বিমানবন্দরের কাছে আছড়ে পড়ায় বলে উড়োজাহাজ এবং বিমানবন্দরে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রোববার বেন গুরিওন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

বিজ্ঞাপন

বিমানবন্দর মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এতে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের তদন্ত করছে, যা বিমানবন্দরের আশপাশে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের একটি টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া বিমানবন্দরে সাইরেন শুনে যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়াতে দেখেন রয়টার্সের ওই প্রতিবেদক।

এদিকে, ইসরাইল অ্যাম্বুলেন্স সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একজন পুরুষ এবং একজন নারী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল ৩-এর একটি পার্কিং লটের সড়কের কাছে আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে সড়কে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হুতি গোষ্ঠী ইরান-সমর্থিত একটা শক্তিশালী গোষ্ঠী।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন